ব্যবসায়িক মুনাফা ছাপিয়ে প্রথমবারের মত স্বল্প খরচে ওমরাহ্ প্যাকেজ চালু করেছে স্বনামধন্য ট্যুরিজম প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এন্ড ট্যুর। এরই অংশ হিসেবে প্রথম পর্বে বুধবার ৫৭ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কাট থেকে পবিত্র নগরী মক্কা ও মদিনার উদ্দেশ্যে বাস যাত্রা শুরু করে তারা। ভিসা, পরিবহন এবং হোটেল খরচসহ এই যাত্রায় ওমরাহ যাত্রীদের ব্যয় হচ্ছে মাত্র ১৩০ রিয়াল।
উদ্যোক্তা প্রতিষ্ঠানের কর্ণধার শেখ ফাহাদ যাত্রা আরম্ভের প্রাক্কালে অন্যান্য প্রবাসী ও মুসলিমদের থেকে তাদের ওমরাহ্ কার্যক্রমের জন্য দোয়া কামনা করেন। তিনি জানান, এই উদ্যোগ পুরোপুরি ব্যবসায়িক ভাবনার বাইরে গিয়ে শুরু করা। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে কম খরচে ও সাশ্রয়ী উপায়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন সেই লক্ষ্যেই এই আয়োজন।
সাধারণের মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন ও আবেগের মূল্যায়ন করে এই ওমরাহ্ কর্মসূচী সাধ্যের মধ্যে এবং বেশ সাশ্রয়ী। ১০ দিনের এই যাত্রায় মক্কায় ৬ দিন ও মদিনাতে ২ দিন অবস্থান করাসহ প্যাকেজের আওতায় সম্পূর্ণ পরিবহন ব্যয়, ভিসার খরচ, গাইড এবং থাকার ব্যবস্থা করবে আল সাফার ট্রাভেলস।
এছাড়া আগামী ২৫ অক্টোবর আরও একটি বাস ওমান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিবে। এলক্ষ্যে আগ্রহী ওমরাহ্ যাত্রীদের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ চালু রাখা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post