ওমানের নাগরিক এবং প্রবাসীদের ওমান থেকে ভ্রমণের অনুমতির প্রয়োজন নেই বলে জানিয়েছেন ওমানের পাবলিক অথরিটি অফ সিভিল এভিয়েশন (প্যাকা)। সোমবার এমন খবর প্রচার করেছে ওমানের জাতীয় গণমাধ্যম ওমান ডেইলি। সংবাদে প্যাকার বরাত দিয়ে আরো জানানো হয় যে, ওমানে আগত বিদেশীরা ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টন মেনে চলতে হবে। তবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। যারা বাড়িতে থাকেন তাদের বাসায় কোয়ারেন্টাইন করলেই হবে। কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে যদি তারা বিদেশ থেকে ওমানে আসেন।
প্যাকা জানিয়েছে যে, ওমানের বাইরে চলা বিমান কোম্পানিগুলোকে জারি করা বিশেষ নির্দেশিকা আগস্টের শেষ অবধি চলবে। তবে দেশ ও দেশের বাহিরের নাগরিকদের ভ্রমণ সহজতর করার জন্য বিশেষ বিমানগুলির চলাচল অব্যাহত থাকবে। ওমান বিমানবন্দর, কাসাব বিমানবন্দর ও তেল অঞ্চলে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চলবে সরকারের নির্দেশনা অনুযায়ী। সেইসাথে ওমানের প্যাকা নির্দেশিকা অনুসারেই ওমানি নাগরিকরা যে দেশে ভ্রমণ করছেন সে দেশে স্বাস্থ্য বীমা মেনে চলবে এবং যাত্রীরা যে দেশে ভ্রমণ করছেন তাদের দেওয়া বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ ওমানের আকাশে নতুন সূর্য উকি দিচ্ছে
ওমানে আগত নাগরিকদের জন্য ১৪-দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। তবে কেউ চাইলে সে হোম কোয়ারেন্টাইনেও থাকতে পারবে বলে শনিবার জানিয়েছেন একজন কর্মকর্তা। দেশের সকল বিমান অপারেটরদের উদ্দেশ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে প্যাকা বলেছে যে, বিদেশী ভ্রমণকারীদের অবশ্যই কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। প্রবাসীদের তাদের দূতাবাস বা স্পন্সর বা জাতীয় বিমান সংস্থা (ওমান এয়ার ও সালাম এয়ার) এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি অনুসারে ওমানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের জন্য বিমানের বিশেষ ভ্রমণ নির্দেশিকা
ওমানে দুটি জাতীয় বিমান সংস্থা (ওমান এয়ার ও সালাম এয়ার) ট্রান্সফার যাত্রী বহনের অনুমতি রয়েছে। ওমানে ফিরে আসা বিদেশি কূটনীতিকরা দেশিয় কোয়ারানটাইন মেনে চলতে হবে। শীর্ষস্থানীয় ভারতীয় এয়ারলাইন্সের সিনিয়র ম্যানেজার বলেছিলেন, “আমরা শিগগিরই এই নির্দেশিকা কার্যকর করতে শুরু করব যেখানে যাত্রীদের তাদের আবাসন ও স্বাস্থ্য বীমা সম্পর্কিত বিবরণাদি যেমন ডকুমেন্ট উপস্থাপন করতে বলা হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্যাকার গাইডলাইন অনুযায়ী ওমান-ভারত যাত্রায় ওমানগামী যাত্রীদের জন্য একটি আপডেট জারি করেছে।” সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post