উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের বেকার যুবকদের থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ওমান প্রবাসী রবিউল ইসলাম রংপুরের গঙ্গাচড়ার বাসিন্দা।।
অভিযোগ উঠেছে, তাঁর মাধ্যমে যাওয়া যুবকেরা দেশটিতে গিয়ে কাজ পাননি। এক বছর বেকার থেকে তাঁরা বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন। রবিউলের ফাঁদে পড়ে এসব যুবক ও তাঁদের পরিবার এখন নিঃস্ব।
ফিরে আসা তিনজন গত ১৯ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউলের বাড়ি উপজেলার আলমবিদিতর চৌধুরীপাড়া গ্রামে। তিনি প্রায় ১০ বছর ধরে ওমানে একটি ছোট্ট মুদিদোকানের ব্যবসা করেন। সেই সুবাদে তাঁর গ্রামের কিছু বেকার যুবককে ওমানের বেসরকারি কোম্পানিতে বাংলাদেশি টাকায় মাসে ৭০ হাজার টাকা বেতনে কাজ দেওয়ার লোভ দেখান।
এক বছর আগে তাঁদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন রবিউল। তাঁদের ‘ফ্রি ভিসায়’ ওই দেশে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর ওই যুবকদের কোনো কোম্পানিতে কাজ দেওয়া হয়নি।
এরপর থেকে তাঁরা রবিউলের কাছে টাকা ফেরত চাইলে পাল্টা রবিউলই ওই তিনজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে ওমানফেরত ভুক্তভোগীরা জানান, ওমানে তারা কোনোভাবে খেয়ে না খেয়ে জীবন ধরে রেখেছিলেন। বেশিরভাগ সময় লবণ মাখিয়ে ভাত খেতেন। একপর্যায়ে বাধ্য হয়ে বাড়ি থেকে নেয়া ঋণের টাকায় ফিরে আসেন।
এদিকে থানা পুলিশ ভুক্তভোগীদের আদালতে মামলা করতে পরামর্শ দিচ্ছে। কারণ তাঁদের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ নেই।
আপনার মন্তব্য: