ওমানের আকাশে করোনা মহামারীর ভয়াল কালো মেঘ থেকে এখন নতুন সূর্য উকি দিচ্ছে। ইতিমধ্যেই দেশটির বেশকিছু অঞ্চলে করোনা শনাক্ত শূন্যের কোঠায় চলে এসেছে। সম্প্রতি ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ওমানের বেশ কয়েকটি এলাকায় নতুন করে কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি। তারাসুদ অ্যাপের মাধ্যমে জানা যায়, দেশটির উত্তর আল শারকিয়ার দুইটি এলাকা কাবিল ও ওয়াদি বনি খালিদ এই দুই অঞ্চলে নতুন কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হননি।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের জন্য বিমানের বিশেষ ভ্রমণ নির্দেশিকা
একইভাবে আল দাখেলিয়ার আল হামরার ও আল বুরাইমির সুনাইনাহর এলাকায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এছাড়াও দক্ষিণ আল শারকিয়াহের আরও দুটি অঞ্চল-জালান বানী বু হাসান ও মাসিরাহ দ্বীপে নতুন কোনো করোনা রোগী সনাক্ত হয়নি। ওমানের উত্তর মুসান্দামের ডিব্বা ও বুখা এলাকায় নতুন কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি। এছাড়াও আল ওস্তার কেন্দ্রীয় অঞ্চলে একই অবস্থা। দুকুম ও হায়মা উভয় এলাকায় কোনো নতুন করোনা রোগীর সংক্রমণের খবর পাওয়া যায়নি। ওমানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭,০৫৮ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৭,০২৮। এখন পর্যন্ত এই রোগে প্রাণ হারিয়েছে ৩৯৩ জন। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post