ওমান থেকে যেসব প্রবাসী বিশেষ ফ্লাইটে দেশে আসবেন, তাদের জন্য বিশেষ ভ্রমণ নির্দেশিকা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার বিমানের এক অফিসিয়াল ভ্রমণ নির্দেশিকায় যাত্রীদের উদ্দেশ্যে বেশকিছু নির্দেশনা তুলে ধরা হয়। যা নিম্নে তুলে ধরা হইলো:
এদিকে ওমান থেকে বাংলাদেশে ওমান এয়ারের বেশকিছু ফ্লাইট চালুর কথা থাকলেও তা আপাতত হচ্ছেনা বলে জানাগেছে। গত ২৫ জুলাই ওমান ডেইলির এক সংবাদে বলা হয়েছিলো যে, মাস্কাট থেকে চট্টগ্রাম- ২৭ ও ৩১ জুলাই এবং মাস্কাট থেকে ঢাকা-২৮ জুলাই ওমান এয়ার বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এতে আরো বলা হয়েছে যে, ওমান এয়ার আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সময়সীমা প্রকাশ করেছে। তবে এখনো বাংলাদেশের সাথে ফ্লাইটের অনুমতি পায়নি ওমান এয়ার এমনটাই জানাগেছে বিশ্বস্ত সূত্রে। সূত্রে আরো জানাগেছে, ওমান এয়ার বাংলাদেশের সাথে খুব শীঘ্রই ফ্লাইট চালু করবে। শুধুমাত্র সরকারের পক্ষথেকে অনুমতির অপেক্ষায় রয়েছে ওমান এয়ার।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post