ওমানের রাজধানী মাস্কাটের রুসাইল শিল্প এলাকায় একটি গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রুসাইল এলাকার একটি সড়কে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার ফাইটারদের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাদের দক্ষতায় কোনোরূপ হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।
সড়কে এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে নিয়মিতভাবে গাড়ি রক্ষণাবেক্ষণের পাশাপাশি যানবাহনে একটি ম্যানুয়াল ফায়ার এক্সটিংগুইশার রাখার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে ওমানে বাড়ছে যানবাহনে অগ্নিকান্ডের ঘটনা। সম্প্রতি রাজধানী মাস্কাটের বিভিন্ন সড়ক ও শিল্প এলাকার সড়কে গাড়িতে আগুন লাগার ঘটনায় অগ্নিকান্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনায় এসেছে। আগের সময়ের চেয়ে দেশটিতে অগ্নিকাণ্ডের ঘটনাও ব্যাপক বেড়েছে।
এ তালিকার শীর্ষে রয়েছে রাজধানী মাস্কাট। দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগের মতে, ২০২২ সালে ৪ হাজার ১৮৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে ৯৩০ টি। চলতি বছর সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবার আশঙ্কা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post