ওমানে এক বাংলাদেশি যুবক গুরুতর অসুস্থ হয়ে মাস্কাটের বদর আল সামা হাসপাতালের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করার পর থেকে তার অবস্থা ক্রমান্বয়ে শঙ্কটাপন্ন হয়ে উঠছে।
এদিকে দুই দিনের চিকিৎসাতেই ব্যয় হয়েছে অন্তত ৭ লক্ষ টাকা। আর্থিকভাবে অসচ্ছল পরিবার তাই বাধ্য হয়ে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে। অসুস্থ ওমান প্রবাসী আলী হায়দার জিহান চট্টগ্রামের সন্দীপ উপজেলার মাহবুব আলমের ছেলে। মাত্র ১ মাস আগে ওমানে গিয়ে ক্লিনার হিসেবে বিমানবন্দরে কাজ নিয়েছিলেন তিনি।
জিহানের নিকটাত্মীয় সাখাওয়াত হোসেন প্রবাস টাইমকে জানান, জিহান দেশ থেকে সুস্থ অবস্থাতেই ওমান গিয়েছে। সেখানে গিয়ে সব ঠিকঠাকই চলছিলো। তবে হঠাৎ জ্বরে আক্রান্ত হবার পর থেকেই সব পাল্টে যেতে থাকে।
ডাক্তার জানিয়েছে, জিহানের লিভার পঞ্চাশভাগ ক্ষতিগ্রস্থ হয়েছে। কোনোভাবেই রক্তক্ষরণ থামছেনা। এরমধ্যে একবার রক্ত দেয়ার পরেও কোনো উন্নতি নেই। অবস্থা সংকটাপন্ন। মা মরা ছেলের এই অবস্থার খবরে পরিবারের সবাই আতঙ্কিত। একদিকে বাবা দিশেহারা অন্যদিকে বোনের অঝরে কান্না, পরিবারের অবস্থাও বেশ নাজুক।
এদিকে যুবকের এই করুণ অবস্থায় সবাইকে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে পরিবার। তার চিকিৎসা ব্যয় মেটাতে অন্যান্য প্রবাসী ও সচ্ছলদের আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছে তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post