সৌদি আরবগামী দুটি বিমান থেকে ২৪ ভিক্ষুককে নামিয়ে এনেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। দেশটির মধ্য-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের মুলতান বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এক বিবৃতিতে জানিয়েছে, এর সবাই ওমরাহ ভিসা ব্যবহার করে ‘ভিক্ষার উদ্দেশে’ সৌদি আরব যাচ্ছিল। এদের মধ্যে আট জনকে রোববার (১ অক্টোবর) মুলতান বিমানবন্দরে সৌদিগামী বিমান থেকে নামিয়ে আনা হয়। তারা এক এজেন্টের মাধ্যমে ভিসার ব্যবস্থা করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা বলেছিল যে তারা সেখানে ভিক্ষা করবে এবং ভিক্ষা হিসাবে প্রাপ্ত অর্থের অর্ধেক সাব-এজেন্টের কাছে হস্তান্তর করবে।’
এর দুদিন আগে একই বিমানবন্দরে সৌদিগামী বিমান থেকে নামিয়ে আনা হয়েছিল ১৬ ভিক্ষুককে। এদের মধ্যে ১১ জন নারী, চার জন পুরুষ এবং এক শিশু ছিল।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ভিক্ষা হিসাবে পাওয়া সারা জীবনের সঞ্চয় তারা একটি ভ্রমণ সংস্থার এজেন্টকে দিয়েছিলেন। সেই এজেন্টই তাদের ভিসার বন্দোবস্ত করে দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post