এক দুই কেজি নয় প্রায় ১০০ কেজি গাঁজা। সবটাই খেয়ে সাবাড় করে দিয়েছে ভেড়ার পাল। এরপর যা হওয়ার তাই হলো—নেশায় বুঁদ! শুরু হয় ভেড়ার পালের অস্বাভাবিক আচরণ। কখনো উঁচু উঁচু লাফ দিচ্ছে, আবার কখনো ছাগলের মতো আচরণ করছে। অবাক করা এ কাণ্ড ঘটেছে গ্রিসের থেসালিতে।
জানা গেছে, এবার দেশটিতে ভয়াবহ বন্যা হয়েছে। এর ফলে অনেক অঞ্চলেই জনজীবন বিপর্যস্ত। বিপর্যস্ত অঞ্চলে ওই ভেড়ার পালটি খাবারের খুঁজে পৌঁছে গিয়েছিল গাঁজার এক খামারে। সেখানে সবুজ পাতা দেখে সেগুলো খাবার মনে করে চড়াও হয় তারা। সব গাঁজা খেয়ে সাবাড় করে দেয় ভেড়ার পাল।
এমন দৃশ্য দেখে মাথায় হাত খামার মালিকের। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, বুঝতে পারছি না হাসব না কাঁদবো। প্রথমে তাপপ্রবাহের কবলে পড়ে অনেক ফসল নষ্ট হলো। এরপর বন্যা এলো। প্রায় সবই হারিয়ে ফেলেছিলাম। শেষে এই কাণ্ড! ভেড়াগুলো গ্রিনহাউসে ঢুকে পড়ে সব খেয়ে সাফ করে দিয়েছে।
প্রসঙ্গত, ওষধি কাজের জন্য গাঁজার চাষ হয় গ্রিসে। ২০১৭ সাল থেকে তা বৈধ বলে ঘোষণা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post