ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া দেশটির নতুন লকডাউনে সকল এলাকার প্রবেশদ্বার বা চেকপয়েন্টে কঠোর নজরদারি শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশটির সুপ্রিম কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে রয়্যাল ওমান সেনাবাহিনীর ইউনিট ও রয়্যাল ওমান পুলিশের ইউনিট ওমানের সকল প্রবেশ পথে কঠোর নিরাপত্তা শুরু করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “নাগরিক ও প্রবাসীদের জন্য সকল চেকপয়েন্ট সক্রিয় করা হয়েছে। জনস্বার্থের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।” রয়্যাল ওমান পুলিশ দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের কে ধন্যবাদ জানিয়েছেন সরকারের আইন মেনে চলার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমর্থনের জন্য।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post