অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরিমাণ বেঁধে দিয়েছে ব্যাংক। এই বিধিনিষেধের অধীনে, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারবেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব ও সিন্ধু ব্যাঙ্ককে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা ভারী জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কালার মার্চেন্টস সমবায় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আহমেদাবাদের কালার মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি বিচার করে রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞাগুলি ২৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা আগামী ৬ মাস বলবৎ থাকবে। এছাড়াও, আরবিআই বলেছে যে কালার মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের পূর্বানুমতি ছাড়া ঋণ দিতে বা পুরানো ঋণ নবায়ন করতে পারে না। এ ছাড়া এই ব্যাংক এখন থেকে কোনো নতুন বিনিয়োগ বা আমানত গ্রহণ করতে পারবে না।
অন্যদিকে, আরবিআই -এর তরফে জানানো হয়েছে, এই ব্যাংকের গ্রাহকরা মোট সঞ্চয় থেকে ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না।
আরবিআই অবশ্য স্পষ্ট করেছে যে এই পদক্ষেপকে কোনওভাবেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের সঙ্গে তুলনা করা উচিত নয়। এছাড়াও, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এদিকে, রিজার্ভ ব্যাংকের এই উদ্যোগের ফলে আসলে গ্রাহকেরাই সবচেয়ে বেশি লাভবান হবেন। কারণ, কোনো ব্যাংকের কাছে পর্যাপ্ত অর্থ না থাকলে রিজার্ভ ব্যাংক এমন নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার ফলে ব্যাংকের গ্রাহকদের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে। অন্যদিকে, অপর একটি বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সরকার আরবিআই ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও-এর মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post