কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগ করেছেন। শুক্রবার পার্লামেন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হয়ে যুদ্ধ করা ইউক্রেনীয় নাগরিক ইয়ারোস্লাভ হানকাকে “কানাডীয় বীর” বলে সম্বোধন করেছিলেন তিনি। হানকার নাৎসি সংশ্লিষ্টতার কথা জানার পর রোটা তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছিলেন, কিন্তু সমালোচনা থামেনি।
বুধবার বিবিসির খবরে বলা হয়, শুক্রবার পার্লামেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হয়ে কাজ করা এক সেনার প্রশংসা করেন স্পিকার রোটা। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
একপর্যায়ে ক্ষমা চেয়ে বিবৃতিও দেন তিনি। তবে শেষমেশ পদত্যাগ করলেন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের কথা জানান রোটা। তিনি বলেন, আমাকে অবশ্যই আপনাদের স্পিকার হিসাবে পদত্যাগ করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post