ওমানে ট্রানজিট কার্ড পাওয়ার জন্য ৫০ ওমানি রিয়াল ফি দিতে হয় এইধরনের মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি)। রবিবার জিসি অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলেছে যে, “ট্রানজিট কার্ড পাওয়ার জন্য ৫০ রিয়াল ফি নেওয়া হয় বলে প্রচারিত সংবাদ মিথ্যা ও বানোয়াট। সম্প্রতি দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে কি প্রচার করা হচ্ছে সে সম্পর্কে কোনও সত্যতা নেই। দেশটিতে ট্রানজিট কার্ড এক রিয়াল মূল্যে নির্ধারিত কিছু ক্ষেত্রে প্রদান করা হয়। সুপ্রিম কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই ট্রানজিট কার্ডের মাধ্যমে যেতে পারবে।
জিসি নিম্নলিখিত বিধিগুলিও উল্লেখ করেছেন:
খাদ্যদ্রব্য, রান্নার গ্যাস ও তেলের ট্যাঙ্ক পরিবহনের জন্য সর্বোচ্চ তিন টনের ট্রাক ব্যবহার করতে পারবে। ড্রাইভারের সাথে কোনো ব্যক্তি ট্রানজিট কার্ডের মাধ্যমে আসতে পারবে না। অন্যান্য সামগ্রী স্থানান্তর করার অনুমতি নেই ট্রানজিট কার্ডের মাধ্যমে। যদি কেউ তা করে অবশ্যই তাদের আইনি জবাবদিহিতা করতে হবে। সুত্রঃ টাইম অব ওমান
আরো দেখুনঃ ওমানে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের ফাকা গুলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post