ওমানে লকডাউন শেষে পঞ্চম দফায় অস্থায়ীভাবে বন্ধ থাকা আরও বাণিজ্যিক প্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির পরিবহন মন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল ফুতাইসি বলেন যে, পঞ্চম দফায় বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করা হয়েছে। নতুন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্ত আরো আগেই নেওয়া হয়েছিলো কিন্তু নতুন করে দেশটিতে লকডাউন দেওয়ার কারণে তা পিছিয়ে গেছে। দেশটিতে লকডাউন শেষ হবে আগামী ৮ আগস্ট।
আরো দেখুনঃ ওমানের লকডাউনের এক্সক্লুসিভ ছবি
মন্ত্রী বলেন, “ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পঞ্চম প্যাকেজটি পুনরায় শুরু করার অনুমোদনের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে দেশটিতে নতুন লকডাউন দেওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। “পঞ্চম প্যাকেজটিতে সেলুন দোকান ও মহিলাদের পার্লার খুলে দেওয়ার কথা রয়েছে।” মন্ত্রী আরো বলেন, সেলুন ও পার্লারের কোনো দোকান বর্তমানে খোলা হলে তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে। আল ফুতাইসি বলেন, আমি আশা করি নতুন লকডাউনের পরে ওমানের করোনা ভাইরাসের পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হবে ও অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান পুনরায় চালু করা সক্ষম হবে। সুত্রঃ টাইমস অব ওমান
আরো দেখুনঃ ওমানে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের ফাকা গুলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post