মহামারী করোনা প্রাদুর্ভাবে ভিজিট ভিসায় ওমান যেয়ে আটকেপড়া, অসুস্থ এবং কাজ না থাকায় বিভিন্ন কোম্পানি থেকে ছাটাই করা প্রবাসীদের দেশে ফেরত আনতে বাংলাদেশ দূতাবাস ওমান বেশ কিছু বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। ইতিপূর্বে সালাম এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে প্রায় পাঁচ শতাধিক ওমান প্রবাসী দেশে ফেরত এসেছেন। আগামী ২৭ জুলাই ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের আরো একটি বিশেষ ফ্লাইট রয়েছে।
বিমানের এই ফ্লাইটে সবচেয়ে বেশি যাত্রী দেশে ফেরত আসবেন এমনটা জানিয়েছেন প্রবাস টাইমকে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এই কর্মকর্তা বলেন, “২৭-জুলাই রাত ১০-১৫ মিনিটে মাস্কাট এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এই ফ্লাইটে প্রায় ৪২০ জন যাত্রী ওমান থেকে দেশে ফেরত যাবেন। যাত্রী প্রতি ৪৫ কেজি মাল বুকিং এবং হাতে ৭ কেজি মাল নেওয়ার সুযোগ পাবে এবং প্রতি টিকেটের মূল্য ১৪১ ওমানি রিয়াল করে নির্ধারণ করা হয়েছে।”
অন্যান্য এয়ারলাইন্সের এবং বাংলাদেশ বিমানের টিকেটের মূল্য একই কেনো এমন প্রশ্ন করলে এই কর্মকর্তা বলেন, “অন্যরা তাদের ফ্লাইটে ২০ কেজি মাল নিতে দিলেও আমরা সেইম টিকেটের মূল্যে দ্বিগুণ মাল নিতে দিচ্ছে। আপনি যদি হিসেব করেন, তাহলে দেখবেন আমাদের টিকেটের মূল্য অন্যদের থেকে অনেক কম হবে।”
বিশেষ ফ্লাইটের ব্যাপারে দূতাবাসের প্রতি ওমানে থাকা প্রবাসীদের মাঝে নানা অভিযোগ থাকলেও গতকাল (২৪-জুলাই) ওমান থেকে আসা ইউএস বাংলার বিশেষ ফ্লাইটের যাত্রীরা দূতাবাসের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। সেইসাথে দেশে ফেরার ক্ষেত্রে ঢাকা এয়ারপোর্টে কোনো ধরণের ভোগান্তি অথবা হয়রানীর শিকার হতে হয়েছে কিনা এমন প্রশ্ন করলেও প্রবাসীরা বিমানবন্দরের সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ ব্যাপারে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সরওয়ার প্রবাস টাইমকে বলেন, “এই ফ্লাইটের বেশিরভাগ যাত্রী দূতাবাসে সরাসরি আবেদন করেছে। আমরা যাচাই বাছাই করে যাত্রী নির্বাচন করেছি, তাছাড়া বিভিন্ন কোম্পানি থেকে অনুরোধের ভিত্তিতে আমরা যাত্রী দিয়েছি। এই জন্য কোন অভিযোগ নাই। সংগঠনগুলো যদি যাত্রী নির্বাচনে আরেকটু মনোযোগ দেয় তাহলে মানুষের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে।”
আরও পড়ুনঃ ইয়েমেনে কিডন্যাপ ৫ বাংলাদেশী ওমান প্রবাসী নাবিক
আগামী ২৭ তারিখের ফ্লাইটের ব্যাপারে চট্টগ্রাম সমিতি ওমানের প্রেসিডেন্ট ইয়াসিন চৌধুরী সিআইপি প্রবাস টাইমকে বলেন, “আগামী ২৭ শে জুলাই রাত দশটায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ৪ শতাধিক প্রবাসী। চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে এই ফ্লাইটে যাত্রীসংখ্যা আছেন প্রায় ১৫০ জন। যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের অপেক্ষা করতে হবে। সিরিয়াল অনুযায়ী ক্রমান্বয়ে দূতাবাসের ব্যবস্থাপনায় পরবর্তী ফ্লাইটে তাদের নামও আসবে। ইতিমধ্যে সমিতির পক্ষ থেকে প্রত্যেক যাত্রী কে টেলিফোন করে তাদের করোনা টেস্ট পরীক্ষা দিয়ে টিকেট ক্রয় করার জন্য বলা হয়েছে। অনেকেই টিকেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার অপেক্ষায় আছেন।”
আগামী ফ্লাইটে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের মাধ্যমে কতজন প্রবাসী দেশে ফেরত আসবেন এ ব্যাপারে জানতে ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। তবে বিভিন্ন সুত্রে জানাগেছে, আগামী ফ্লাইটে ক্লাবের মাধ্যমেও বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফেরত আসবেন।
চট্টগ্রাম সমিতির মাধ্যমে যারা এই ফ্লাইটে দেশে আসবেন, তাদের নামের তালিকা নিম্নে দেওয়া হইলো:
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post