তিন বছর আগে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, যা আবরাহাম চুক্তি নামে পরিচিত। এরপর ১০ লাখেরও বেশি ইসরায়েলি পর্যটক আমিরাত ভ্রমণ করেছে। ইসরায়েলে অবস্থিত আমিরাতের দূতাবাসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত তিন বছরে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
২০২০ সালের সেপ্টেম্বরে আমিরাত ও ইসরায়েলে মধ্যে আবরাহাম চুক্তি হয়। এর মধ্যে দিয়ে দেশ দুইটির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের সূচনা হয়। সময়ের ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রযুক্তিসহ আরও বেশ কিছু বিষয়ে চুক্তি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কম্প্রিহেনসিভ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও সই করেছে। এটি উপসাগরীয় দেশের সঙ্গে ইসরায়েলের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি।
দূতাবাসের প্রকাশিত তথ্যে আরও দেখা গেছে, গত তিন বছরে দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post