ওমানে দীর্ঘদিন পর আজ প্রবাসী আক্রান্তের সংখ্যা কমে ২সংখ্যায় নেমেছে। গত ২৪ ঘণ্টায় মাত্র ৯৮ জন প্রবাসী সনাক্ত হয়েছে। দেশটিতে প্রবাসী আক্রান্তের হার উল্লেখযোগ্যহারে কমতে শুরু করেছে। ওমানে মহামারী করোনায় আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। শুক্রবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৬৫৮ জন ব্যক্তি সুস্থ হয়েছেন। এদিকে মহামারী করোনায় নতুন ১১৪৫ জন ব্যক্তি শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১০৪৭ জন ওমানি নাগরিক এবং প্রবাসী ৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৩,৭৯১ জন।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ১৬৫৮ জন সহ সর্বমোট সুস্থ ৫৩,০০৭ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে ৩১৩৮ জন সহ এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ২,৯০,৭২৬ জন। নতুন ৪ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৩৫৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৫৬৮ জন এবং এদের মধ্যে ১৭০ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৭০ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ ইয়েমেনে কিডন্যাপ ৫ বাংলাদেশী ওমান প্রবাসী নাবিক
ওমানে আগামী সপ্তাহ থেকেই উল্লেখযোগ্যহারে কমতে শুরু করবে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার একদিনেই সুস্থ হয়েছেন ৩৪২৭জন। যা ওমানে সুস্থের সর্বোচ্চ রেকর্ড। বৃহস্পতিবার (২৩-জুলাই) ওমান সুপ্রিম কমিটির বৈঠকে এই কথা বলেন দেশটির রোগ নিয়ন্ত্রণের মহাপরিচালক ডাঃ সাইফ আল-আব্রি। ডাঃ সাইফ আল আব্রি জানান, “আমরা আশা করি যে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
আরও পড়ুনঃ ওমান সুপ্রিম কমিটির নতুন আইন
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৩৫ জন। এর আগে বৃহস্পতিবার মারা গিয়েছিল ৫০ জন। সে তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমেছে।
আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ২০ হাজার ৯৭৬ জনে। মোট শনাক্ত থেকে সুস্থতার সংখ্যা বাদ দিলে দেশে বর্তমান রোগী ৯৭ হাজার ৬৮২ জন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post