দুর্নীতির অভিযোগে কেসি জোশি নামের এক রেল কর্মকর্তাকে কোটি কোটি টাকাসহ গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই)। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
এতে বলা হয়, গ্রেপ্তার ওই রেল কর্মকর্তা উত্তর প্রদেশের নর্থ ইস্টার্ন রেলওয়ের (এনইআর) গোরাখপুর শাখায় প্রধান ম্যাটারিয়াল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গোরাখপুর, নয়ডা ও উত্তর প্রদেশের বাড়ি থেকে আড়াই কোটি রুপি ( বাংলাদেশি টাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা) উদ্ধার করা হয়েছে।
সিবিআই জানায়, গ্রেপ্তার কেসি জোশি ইন্ডিয়ান রেলওয়ে স্টোরস সার্ভিসের (আইআরএসএস) ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা। ৩ লাখ রুপি ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে সিবিআই।
সংস্থাটি জানায়, সম্প্রতি জোশি ভারতের রেল মন্ত্রণালয়ে ট্রাক সরবরাহকারী এক ফার্মের মালিকের কাছ থেকে ৭ লাখ রুপি দাবি করে। ওই ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় সিবিআই জোশকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post