আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সন্ত্রাসবিরোধী অভিযানে ২৫ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আর্মেনিয়ার একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, আজারবাইজানের অভিযানে দুই বেসামরিক ব্যক্তিসহ ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৮ জন। তবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দীর্ঘদিন ধরেই নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। রাশিয়ার মধ্যস্থতায় তা কিছুদিনের জন্য বন্ধ ছিল। এবার জাতিগত আর্মেনীয় ছিটমহলের কারণে নতুন করে বিবাদ শুরু হয়েছে। এ কারণে নতুন করে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। এর আগে মাইন বিস্ফোরণ ও আরেকটি ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ সদস্য ও বেসামরিক মানুষ নিহত হয়েছে।
নাগোরনো-কারাবাখ অঞ্চল আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবেই পরিচিত। সেই অঞ্চলেই এবার সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করতে যাচ্ছে দেশটি। এরই মধ্যে কারাবাখের মূল শহরে সাইরেনের শব্দ শোনা গেছে। আশির দশকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকাকালে নাগোরনো-কারাবাখ নিয়ে প্রথম সংঘাতে জড়ায় আর্মেনিয়া ও আজারবাইজান। ওই সময় আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত অঞ্চলটি দখল করে আর্মেনিয়ার সেনাবাহিনী।
পরে সর্বশেষ ২০২০ সালে অঞ্চলটি আর্মেনিয়ার কাছ থেকে আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেয় আজারবাইজান। ৬ সপ্তাহের ওই সংঘাতে নিহত হয় ৬ হাজার ৫০০ জনের বেশি। পরে রাশিয়ার মধ্যস্থতায় শেষ হয় ওই যুদ্ধ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post