ওমানে মহামারী করোনায় একদিন সুস্থের সর্বোচ্চ রেকর্ড করেছে আজ। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৩৪২৭ জন ব্যক্তি সুস্থ হয়েছেন। এদিকে মহামারী করোনায় নতুন ১০৯৯ জন ব্যক্তি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে ৯৭৯ জন ওমানি নাগরিক এবং প্রবাসী ১২০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭২,৬৪৬ জন।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৪২৭ জন সহ সর্বমোট সুস্থ ৫১,৩৪৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে ৩৩৪৪ জন সহ এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ২,৮৭,৫৮৮ জন। নতুন ৬ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৩৫৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৫৮৯ জন এবং এদের মধ্যে ১৬৯ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৬৯ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৬ হাজার ১১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২০৮ জনে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আরও পড়ুনঃ ইয়েমেনে কিডন্যাপ ৫ বাংলাদেশী ওমান প্রবাসী নাবিক
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৬ হাজার ১১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ০৬ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২০৮ জনে।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post