ওমানে দিনদিন ভয়ংকর রূপ নিচ্ছে মহামারী করোনা ভাইরাস। দেশটিতে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। ওমানে গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ১৭৩ জন। মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৬৬০ জন ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে ১৩৬৪ জন ওমানি নাগরিক এবং প্রবাসী ২৯৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭১,৫৪৭ জন।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ১৩১৪ জন সহ সর্বমোট সুস্থ ৪৭,৯২২ জন। গতকালের তুলনায় আজ ১৭৩ জন আক্রান্ত বেড়েছে এবং গতকালের তুলনায় আজ সুস্থের সংখ্যা কমেছে ১৪৩ জন। আজ আক্রান্তের তুলনায় সুস্থের সংখ্যা ৩০ জন কম।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে ৪৭৯৮ জন সহ এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ২,৮৪,২৪৪ জন। নতুন ১২ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৫৭৭ জন এবং এদের মধ্যে ১৬৫ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৬৫ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইতিমধ্যেই গত ১৫ জুলাই থেকে নতুন অধ্যাদেশ অনুযায়ী পাবলিক প্ল্যাটফর্ম, পাবলিক ট্রান্সপোর্ট সহ কর্মস্থলে মাস্ক না পড়ার জন্য ১০০ রিয়াল করে জরিমানার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। শিশুরাও এই আইনের আওতায় রয়েছে। শিশুদের ক্ষেত্রে জরিমানা হচ্ছে অভিভাবকের নামে। খবর এসেছে আজ কয়েকটি জায়গায় শিশুদের মাস্ক না পড়িয়ে বাহিরে ঘুরতে বের হওয়াতে অভিভাবকের উপর জরিমানা করা হয়েছে।সেইসাথে ওমানে নতুন করে করোনা ভাইরাসের বিস্তারকে সীমাবদ্ধ করতে আগামী ২৫/০৭ ২০২০ ইং থেকে পুরো দুই সপ্তাহের নতুন লকডাউন ঘোষণা করেছে।
এমতাবস্থায় ওমানে বসবাসরত সকল প্রবাসীদের যত্রতত্র জড়ো না হতে অনুরোধ জানানো হয়েছে কমিউনিটির পক্ষথেকে। এবার আইন শৃঙ্খলাবাহিনী এবার কঠোর থেকে কঠোরতা প্রদর্শন করবে। গোপন সুত্রে জানা যায় যে, নতুন লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেল সাজা সহ দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ওমানে করোনা পরীক্ষায় সরকারি মুল্য নির্ধারণ
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪২ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৫১ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৭ হাজার ২০২ জনে।
বুধবার (২২ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরআগে মঙ্গলবার নতুন করে ৩ হাজার ৫৭ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন মৃত্যু হয়েছিল ৪১ জনের।
আরও পড়ুনঃ ইয়েমেনে কিডন্যাপ ৫ বাংলাদেশী ওমান প্রবাসী নাবিক
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৫১ লাখ ৮ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৮১২ জনের। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৯১ লাখ ২৮ হাজারের বেশি করোনা রোগী।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post