ওমানের রাজধানী মাস্কাটে বিলাসবহুল রিসোর্ট বানাবেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প। ইতিমধ্যেই এ রিসোর্ট তৈরির জন্য সৌদি আরবের রিয়েল এস্টেট কোম্পানি দার আল আরকানের সাথে চুক্তি করেছে ট্রাম্প অর্গানাইজেশন। মাস্কাটের কেন্দ্রস্থলে ১০০ মিটার উঁচু পাহাড়ের চূড়ায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় আবাসিক ভিলা, রিসোর্ট এবং একটি গলফ কোর্স থাকবে।
দার আল আরকানের চেয়ারম্যান ইউসুফ আল শেলাশ, বলেছেন, “ট্রাম্প সংস্থা বিশ্বমানের উন্নয়নের জন্য পরিচিত। আবাসিক থেকে রিসোর্ট, হোটেল থেকে গল্ফ এবং বাণিজ্যিক অফিস থেকে খুচরা পর্যন্ত – উচ্চতর গুণমান এবং নিখুঁতভাবে বাস্তবায়ন করেন ট্রাম্প। আমরা সবসময় প্রিমিয়াম সুবিধা এবং অভিজ্ঞতা সহ দার আল আরকানের অনন্য প্রকল্পগুলিকে উন্নত করতে চাই এবং ট্রাম্পের সাথে আমাদের অংশীদারিত্ব ওমানে আমাদের প্রথম প্রকল্পটিতে ভিন্ন মাত্রা যোগ করবে এবং এটিকে বিশ্ব মানচিত্রে তুলে ধরবে।
ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প বলেছেন, “যখন আমরা আমাদের পরবর্তী প্রকল্পের দিকে তাকিয়ে ছিলাম এবং যেখানে আমরা আমাদের পদচিহ্ন প্রসারিত করতে চেয়েছিলাম, আমরা জানতাম যে এটি একটি অসামান্য অবস্থানে এবং একটি আশ্চর্যজনক দলের সাথে থাকতে হবে। মাস্কাটের কেন্দ্রস্থলে সমুদ্রের কাছাকাছি অসাধারণ একটা জায়গা খুঁজে পেয়েছি।
দার আল আরকানের সাথে একসঙ্গে আমরা সেরা আবাসিক ভিলা, একটি বিশ্বমানের হোটেল এবং একটি ব্যতিক্রমী ট্রাম্প গল্ফ রিসোর্ট তৈরি করতে যাচ্ছি৷ এই প্রকল্পটি ওমান ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির সহায়তায় সাড়ে তিন মিলিয়ন বর্গ মিটার এলাকায় তৈরি করা হবে। এতে ৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। নির্মাণে সময় লাগবে ১০ বছর। এর কাজ আগামী বছরের প্রথমদিকে শুরু হওয়ার কথা আছে বলে জানিয়েছে ওমানের পর্যটন মন্ত্রণালয়।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post