কোভিড-১৯ মহামারি চলাকালীন ওমানে ফেরত আসতে ইচ্ছুক প্রবাসীদের জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ওমানের ট্র্যাভেল এজেন্সি গুলো প্রবাসীদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে। ওমানের ফ্লাইটগুলোর চাহিদার ভিত্তিতে যাত্রীদের তালিকা অনুমোদনের জন্য দেশটির বৈদেশিক মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপরে যারা ফেরত যেতে চান তারা স্বতন্ত্রভাবে বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। এমন তথ্য দিয়ে আজ (মঙ্গলবার) দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমান সংবাদ প্রকাশ করেছে।
ট্র্যাভেল পয়েন্টের ভ্রমণ প্রধান ফায়াজ খান বলেন, ”ওমানে প্রচুর প্রবাসীর বসবাস, যারা বার্ষিক ছুটি, পড়াশোনা বা চিকিৎসার কারণে ওমান ছেড়ে বিভিন্ন দেশে গিয়েছে। কোভিড -১৯ মহামারীর কারণে তার ওমানে ফেরত আসতে পারেনি। তাদের জন্য সরকার নতুন ভাবে ফেরত আসার ব্যবস্থা শুরু করেছে।” তিনি আরো বলেন, ”বিমানগুলিতে আসন চাহিদার উপর নির্ভর করে আমরা এই ওমানে ফেরত আসতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা করবো। একই সাথে ফেরত আসা ব্যক্তিদের উপর ভিত্তি করেই আমরা ফ্লাইট পরিচালনা করবো। কর্মজীবীপেশাদারদের বাদে বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের পিতামাতার কাছে অনুরোধ জানাচ্ছি তাদের ফিরিয়ে নিয়ে আসুন। কারণ তাদের হোস্টেলে থাকা উপযুক্ত নয়।”
আরও পড়ুনঃ অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কার্যকর প্রমাণিত
ট্র্যাভেল পয়েন্ট এরই মধ্যে ১৫ টি চার্টার্ড ফ্লাইটের আয়োজন করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কিছু চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে। আসন্ন বিমানের তথ্য কোম্পানির সামাজিক মিডিয়া সাইটে দেওয়া হবে। মারমুল ট্র্যাভেল নামে আরেক ট্র্যাভেল এজেন্সিও ফিরে আসতে ইচ্ছুক ব্যক্তিদের নাম নিতে শুরু করেছে। যাত্রীদের একটি ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে।
অনলাইনে নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন:
আরও পড়ুনঃ করোনা পরীক্ষায় প্রবাসীদের জন্য বাড়তি ফি কেনো?
এ ব্যাপারে মাস্কাট ইন্ডিয়ান সোশ্যাল ক্লাবের ডেকানি উইংয়ের প্রতিষ্ঠাতা সুহেল খান জানিয়েছেন, যে সকল প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও ওমানে ফিরে আসার জন্য আবেদন করতে পারেন। তবে তাদের প্রথমে অনলাইনে নথিগুলি পুনঃ নবায়ন করতে হবে। কারণ অন্যান্য দাতব্য সংস্থার মতো এই অনিশ্চিত সময়ে দেশে বিদেশি নাগরিকদের দেশে ফিরতে সহায়তা করে আসছে সোশ্যাল ক্লাব। তিনি জানান, “আমাদের কাছে টিকিট বুকিংয়ের সময় ভিসার স্থিতি সম্পর্কে লোকজনের কাছ থেকে অনেক প্রশ্ন ছিল। বিধিবিধানের সাথে তাল মিলিয়ে আমরা তাদের প্রথমে অনলাইনে ভিসা পুনঃ নবায়নের জন্য অনুরোধ জানিয়েছি এবং তারপরে ফিরে আসা সম্ভব বলে জানিয়েছি। অন্যথায় তারা হয়ত ফিরে আসার কোনো সুযোগ পাবেনা। সুত্রঃ টাইমস অব ওমান
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post