ওমানে গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ২৫২ জন। মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪৮৭ জন ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন আক্রান্তদের মধ্যে ১১৫৯ জন ওমানি নাগরিক এবং প্রবাসী ৩২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৯,৮৮৭ জন। এদিকে নতুন সুস্থ হয়েছে ১৪৫৭ জন সহ সর্বমোট সুস্থ ৪৬,৬০৮ জন। গতকালের তুলনায় আজ ২৫০ জন আক্রান্ত কমেছে এবং আজকের আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যাও প্রায় সমান। আজ আক্রান্তের তুলনায় সুস্থের সংখ্যা ৩০ জন কম।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে ৪৭০১ জন সহ এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ২,৭৯,৪৪৬ জন। নতুন ১১ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৩৩৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৫৮২ জন এবং এদের মধ্যে ১৬৯ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৬৯ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
আরও পড়ুনঃ পুনরায় ওমান যেতে অনলাইনে নিবন্ধন শুরু
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১৫৯ জনের। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯৮ জনের। নতুন পরীক্ষা করা নমুনায় আরও ৩ হাজার ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৮৪১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জনে। এর আগে গত সোমবার (২০ জুলাই) একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হন ২ হাজার ৯২৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫০ জন।
আরও দেখুনঃ দেশে এসে আটকেপড়া প্রবাসীরা পুনরায় যেভাবে ওমান যাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post