ওমানে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সোমবার আরওপি’র এক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ২জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০০ বোতল মদ জব্দ করেছে আরওপি।
আরওপি’র অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে: “আল ওস্তা গভর্নরেট পুলিশ কমান্ড দুকুম থেকে দুইজন এশিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে, তারা ৮০০ বোতল মদ বহন করে যাচ্ছিলো। এমতাবস্থায় মদ সহ তাদের গ্রেফতার করা হয়।” এ ছাড়াও ওমানের আল জাজির থানাধীন আরেকটি অঞ্চল থেকে মদের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আরও ২জন প্রবাসীকে আটক করে রয়্যাল ওমান পুলিশ।
এছাড়াও আজ অবৈধভাবে সাগরপথে ওমানে প্রবেশের সময় ২৬ জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। গ্রেফতার কৃতরা এশিয়ার ৩টি দেশের নাগরিক বলে জানিয়েছে আরওপি। ২০ জুলাই আরওপি কর্তৃক অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে: “অবৈধভাবে সাগর পথে ওমান প্রবেশের সময় ওমানের সিনাস অঞ্চল থেকে একটি নৌকা থেকে ২৬ জন অভিবাসীকে আটক করেছে নৌবাহিনী। তারা ৩টি দেশের এশিয়ান নাগরিক। সিনাস উপকূলদিয়ে ওমানে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “সাগরে মাছধরা একটি ট্রলার প্রথমে তাদেরকে দেখে এবং তারা তাৎক্ষনিক পুলিশকে অবহিত করে। জেলেদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় পুলিশ।”
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post