মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের (যাদের ওমানের বৈধ রেসিডেন্স কার্ড রয়েছে) খুব শীঘ্রই ওমান সরকারের সহযোগিতায় ট্র্যাভেল এজেন্সিগুলির মাধ্যমে বিভিন্ন ফ্লাইটে ওমানে ফিরিয়ে নেওয়া হবে। ওমানের ট্র্যাভেল এজেন্সিগুলি বর্তমানে ফিরে আসতে ইচ্ছুক এমন ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য বিভিন্ন বিমান ও চার্টার্ড বিমানগুলোর সাথে সর্বোত্তম উপায় নিয়ে কাজ করছে বলে জানাগেছে। রবিবার টাইমস অব ওমানের এক সংবাদে এমন খবর প্রচার করা হয়েছে।
এতে বলা হয়েছে যে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলিতে প্রচুর ওমান প্রবাসী রয়েছে, যারা বার্ষিক ছুটিতে নিজ দেশে গিয়ে আর ফিরে আসতে পারেনি। তাদেরকে ওমানে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্র্যাভেল পয়েন্টের ফায়াজ খান। তিনি বলেন, “১৫ ই জুলাই ওমান সরকার বলেছিল যে ওমানের বাসিন্দারা সংশ্লিষ্ট দূতাবাসগুলির মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশে ফিরে আসতে পারবে, আমার সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। যেহেতু যারা ফিরে আসতে চান তাদের অনেকের কাছে ওমানের নাম্বার ছিল। কিন্তু দেশের বাহিরে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের ট্র্যাভেল পয়েন্টে ও সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ পুনরায় ওমান যেতে যে নাম্বারে মেইল করবেন
ফায়াজ খান আরও বলেন, “আমরা প্রবাসীদের ফিরিয়ে আনার উপায় দেখছি। হয় গ্রাহকরা সংগঠিত হয়ে যেকোনো বিমানের সাথে চুক্তি করে বিশেষ ফ্লাইটের মাধ্যমে ওমানে আসতে পারেন, অথবা আমরা তাদের জন্য এটি বুক করতে পারি এবং ফিরে আসতে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলির বিষয়ে তাদের পরামর্শ দিতে পারি। তবে যাত্রীদের কাছ থেকে নিবন্ধনের পর কর্তৃপক্ষের অনুমতি পেতে ১০ দিন কম বা বেশি সময় লাগতে পারে, তাই আমরা সেই অনুযায়ী এই রিটার্ন ফ্লাইটগুলির পরিকল্পনা করব।”
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post