বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস এর মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা কেমন আছেন সে বিষয়ে দেশবাসীকে জানানোর জন্য নিয়মিত প্রেস ব্রিফিং করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে নিয়মিত ব্রিফিং করার সুপারিশ করা হয়। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে বিদেশে বাংলাদেশি মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এসময় সৌদি আরব, নেপাল ও ব্রুনাই এর নবনিযুক্ত রাষ্ট্রদূতরা আলোচনায় অংশ নেন। এছাড়াও কোভিড-১৯ এর আন্তর্জাতিক পরিস্থিতি এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী কী ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি মিশনগুলো কী কী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং তার বাস্তবায়ন কতটুকু হয়েছে সে বিষয়ে কমিটি বৈঠকে মন্ত্রণালয়কে বিস্তারিতভাবে অবহিত করার জন্য সুপারিশ করা হয়।
আরও পড়ুনঃ দেশে এসে আটকেপড়া প্রবাসীরা ওমান ফিরতে পারবেন
কোভিড-১৯ এর আন্তর্জাতিক পরিস্থিতি কী এবং প্রবাসী বাংলাদেশিরা কী অবস্থায় আছে তার আপডেট দেশবাসীকে অবহিত করার জন্য নিয়মিত প্রেস ব্রিফিং করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। বৈঠকে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংসদ সদস্য গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক, নাবিল আহমেদ, নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post