মহামারী করোনার কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে প্রবাসী বাংলাদেশিদের আক্রান্ত ও মৃত্যুর তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন এই ৬ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৫ জন বাংলাদেশি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই ৬ দেশে মোট ৩ হাজার ৫০৪ জন করোনায় মারা গেছেন। এসব দেশে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ২৫ শতাংশই বাংলাদেশের নাগরিক। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েক শ’ প্রবাসী। দেশে দেশে বাংলাদেশিদের আক্রান্ত ও মৃত্যুর খবরে আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে।
বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীর ১৯টি দেশে এ পর্যন্ত ৩হাজারের অধিক বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫জুলাই থেকে ১৪-জুলাই পর্যন্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ছয় দেশেই এখন পর্যন্ত ৮৯৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।সুত্রঃ সময় টিভি
৮৯৫ জনের মধ্যে সৌদি আরবেই মারা গেছেন ৬শ ২১ জন। এছাড়া আরব আমিরাতে ১৩০ জন, কুয়েতে ৭৫ জন, ওমানে ৩০ জন, কাতারে ২৪ জন ও বাহরাইনে ১৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ৬টি দেশে এখন পর্যন্ত প্রায় ৩৩ হাজার বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সৌদি আরবে প্রায় ১৭ হাজার, কাতারে ৬ হাজার, কুয়েতে প্রায় ৫ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার, ওমানে ৩ হাজার ও বাহরাইনে ১ হাজার বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দূতাবাসের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে করোনায় মারা যাওয়া সবাইকে ওই দেশগুলোতেই দাফন করা হচ্ছে।
আরও পড়ুনঃ দেশে এসে আটকেপড়া প্রবাসীরা ওমান ফিরতে পারবেন
মধ্যপ্রাচ্যের এই ৬টি দেশের বাইরে করোনায় যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জন, স্পেনে ৫ জন এবং ভারত, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
তবে ওমানে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাগেছে। ওমানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কতজন বাংলাদেশী মারা গেছেন এ ব্যাপারে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সরওয়ার এর কাছে জানতে চাইলে তিনি প্রবাস টাইমকে বলেন, “করোনায় আক্রান্ত অথবা মৃত প্রবাসীদের নাগরিকত্ব ওমান সরকারের কাছে সংরক্ষিত আছে। এখন পর্যন্ত বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা এবং কোন বাংলাদেশির মৃত্যুর তথ্য ওমান সরকার আমাদের জানায়নি।”
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post