স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে ২৩ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন চাকমা রাজা দেবাশীষ রায়। এ ছাড়া অভিযুক্ত স্বামীকে ৫০ টাকা জরিমানা করেছেন রাজা। সোমবার দুপুরে চাকমাদের প্রথাগত আইন অনুযায়ী রাজা এ রায় দেন। রাজার পক্ষে রাজ দরবারে রায় পড়েন রাজ কার্যালয়ের সচিব সুব্রত চাকমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ বছর প্রেমের সম্পর্কের পর জিতু চাকমা ও বিথী চাকমা বিয়ে করেন। কিন্তু বিয়ের ২ মাস পরই তাঁদের সম্পর্কের অবনতি হয়। জিতু আরেক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জিতু বিথীকে বিভিন্নভাবে অপমান, অবহেলা ও মানসিক নির্যাতন করতে থাকেন। এরপর গত বছরের ১ জুন বিথী ক্ষতিপূরণ ও বিবাহ বিচ্ছেদ চেয়ে রাজার কাছে আবেদন করেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এই রায় দেন চাকমা রাজা। আগামী ৬ মাসের মধ্যে জিতুকে ক্ষতিপূরণ ও জরিমানার টাকা পরিশোধ করতে হবে। এ ছাড়া রায়ে বলা হয়, বিয়ের সময় দেওয়া অলংকার বিথী পাবেন। বিথী অন্যত্র বিয়ে করলে বা আমৃত্যু তাঁকে প্রতি মাসে ২৫ হাজার টাকা দেবেন জিতু। জিতু এই টাকা ব্যাংক অথবা আদালতের মাধ্যমে বিথীকে দেবেন।
রায় ঘোষণার সময় দরবারে বিথী চাকমা ও তাঁর স্বজন এবং জিতু ও তাঁর মা নমিতা চাকমা উপস্থিত ছিলেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন জিতুর মা নমিতা চাকমা। তিনি বলেন, ‘আমাদের প্রতি অবিচার করা হয়েছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post