২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ওমানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। রোববার সৌদি আরবের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি ১০ দশমিক ০৮ বিলিয়ন ওমানি রিয়ালে (২৬ দশমকি ৩ বিলিয়ন ডলার) নেমে এসেছে, যা গত বছরের একই সময়ে রেকর্ড ১১ দশমিক ১৪ বিলিয়ন রিয়াল ছিল।
এনসিএসআইকে উদ্ধৃত করে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তেল কার্যক্রমের মূল্য ১৮ দশমিক ৩ শতাংশ কমে ৩ দশমিক ৬৪ বিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৪৬ বিলিয়ন রিয়াল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post