ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ৮জনের মৃত্যুর রেকর্ড করেছে আজ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ১৬৭৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে ১৩১৩ জন ওমানি নাগরিক এবং প্রবাসী ৩৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬১,২৪৭। নতুন সুস্থ হয়েছে ১০৫১ জন সহ সর্বমোট সুস্থ ৩৯,০৩৮ জন। নতুন পরীক্ষা করা হয়েছে ৪৬১৩ জন সহ এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ২,৫৩,৪৪৪ জন। নতুন ৮ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ২৮১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৫৩০ জন এবং এদের মধ্যে ১৩৯ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৩৯ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৫৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন। বুধবার (১৫ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
আরও পড়ুনঃ কঠোর হুশিয়ারি দিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২ টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৩৩ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৪৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন করোনা রোগী। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post