কাউন্টডাউন চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। সব জটিলতা কাটিয়ে ৫ অক্টোবর আহমেদাবাদে পর্দা উঠতে যাচ্ছে মেগা ইভেন্টের। দেরিতে হলেও প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের প্রোমো, থিম সং ও মাসকট। সূচি ঘোষণা করার পর নাটকীয়তা দেখা গিয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। নিরাপত্তার কারণে এক দিন এগিয়ে ১৪ অক্টোবরে আনা হয়েছে ভারত-পাকিস্তান মহারণ। বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই লড়াইকে ঘিরে পরিকল্পনার শেষ নেই সমর্থকদের।
দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে হোটেল বুকিং এর লম্বা লাইন লেগেছিল আহমেদাবাদে। ভারতীয় গণমাধ্যমে খবর এসেছিল, অনেকে হোটেলে জায়গা না পেয়ে হাসপাতালের বেডও নাকি বুকিং দিয়ে রেখেছে।
এবার ক্রিকেটপ্রেমীদের হতাশ করলো ভারতের বিমান সংস্থাগুলো। ভারত-পাকিস্তান ম্যাচের দিন আহমেদাবাদের বিমানে উঠলেই চড়া মূল্য গুনতে হবে যাত্রীদের। কারণ এদিন আহমেদাবাদে বিমান সংখ্যা খুব বেশি থাকছে না। তাই আহমেদাবাদের আশেপাশের জায়গাগুলোতেও বিমান ভাড়া বেড়েছে ১০০ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত। ম্যাচ যত কাছে আসছে ভাড়ার অঙ্কটাও বাড়ছে।
আহমেদাবাদ থেকে আকাশপথে চণ্ডীগড়ের দূরত্ব আনুমানিক হাজার কিলোমিটার। আকাশ পথে যেতে সময় লাগে দেড় ঘণ্টার মতো। সেই পথের বিমান ভাড়া এখন ৪৪ হাজার রুপি। স্বাভাবিক সময়ে এ পথে ভাড়া থাকে জনপ্রতি ৫ থেকে ১২ হাজার রুপি পর্যন্ত।
ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিমানের সংখ্যা বাড়ানোর আবেদন করেছে আহমেদাবাদের ট্রাভেল সংস্থাগুলো। এই ম্যাচ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করার সুযোগও রয়েছে আহমেদাবাদে।
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আহমেদাবাদে হাজির হতে পারেন রজনীকান্ত, শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চনের মতো তারকারা। টুর্নামেন্টের আগে তাদের হাতে তুলে দেয়া হয়েছে বিশ্বকাপের গোল্ডেন টিকিট। এই টিকিট দিয়ে বিশ্বকাপের সব ম্যাচে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post