ওমানে মহামারী করোনা আক্রান্তে ৭০ শতাংশই ওমানি নাগরিক বলে জানিয়েছেন দেশটির করোনা বিষয়ক তথ্য প্রদানকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারাসুদ অ্যাপ। মঙ্গলবার তারাসুদের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, দেশটিতে কোভিড-১৯ রোগীর ৭০ শতাংশ ওমানি এবং ৩০ শতাংশ প্রবাসী। অ্যাপ্লিকেশনটি ওমান এবং বিশ্বের অন্যান্য দেশের করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে আপডেট প্রদান করে।
মঙ্গলবারের তথ্যে দেখা গেছে বর্তমানে দেশটিতে ১৪,৯৫০ জন ওমানি আক্রান্ত রয়েছে এবং ৬,৩৫৮ জন প্রবাসী আক্রান্ত রয়েছে। ওমানে বর্তমানে মোট অসুস্থ রোগীর সংখ্যা ২১,৩০৮ জন। দেশটির নাগরিক ও প্রবাসীদের মধ্যে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ওমানের সুপ্রিম কমিটি। মহামারী চলাকালীন সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কমিটির পক্ষথেকে। ইতিমধ্যেই ওমানের কিছু অঞ্চলের লকডাউনের সময় সীমা পুনরায় বাড়িয়েছে কমিটি। মঙ্গলবার (১৪ জুলাই) সুপ্রিম কমিটির এক বৈঠকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ধোফার অঞ্চল এবং মাসিরাহ অঞ্চল লকডাউন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ দেশে রেমিট্যান্স প্রেরণে বিশ্বের ৬নাম্বার অবস্থানে ওমান
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post