স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। কিন্তু হাঁসের গায়ের পানির মতো কোনো অভিযোগকেই আমলে নিতেন না লুই রুবিয়ালেস। কিন্তু মেয়েদের বিশ্বকাপ জয়ের আনন্দে স্প্যানিশ ফরোয়ার্ড জেনি এরমোসোকে খেলোয়াড়ের অনিচ্ছায় চুমু খেয়েই ধরা খেলেন। ফিফা তাঁকে নিষিদ্ধ করেছে, পদত্যাগ করেছেন ফেডারেশন থেকে। তাতেও লাভ হয়নি। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। সে মামলার খরচ জোগাতে এখন ১২ লাখ পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্ট বিক্রি করতে হচ্ছে তাঁকে।
এমনিতেই আর্থিক দিক থেকে কদিন আগে বিপদ বেড়েছে তাঁর। ২০১৩ সালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে রুবিয়ালেসের। স্প্যানিশ পত্রিকা এল মুন্দো বলছে, স্ত্রীর খোরপোষ ও সন্তানদের ভরণপোষণের জন্য তাঁকে মাসিক যে অর্থ প্রদান করতে হতো, তা এ বছরই বেড়েছে। তাঁর তিন কন্যার প্রতিজনের জন্য মাসে ৮০০ ইউরো দিতে হয় রুবিয়ালেসকে।
বর্তমানে বেকার হলেও ভরণপোষণের হাত থেকে মুক্তি পাচ্ছেন না রুবিয়ালেস। ওদিকে এরমোসোকে চুমু দেওয়ায় আনুষ্ঠানিকভাবে এ মাসের শুরুতে অভিযোগ জানিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড। গত ২০ আগস্ট ফাইনাল শেষে বিশ্বকাপ জয়ের আনন্দে বেশ কয়েকজন খেলোয়ারকে পুরস্কারের মঞ্চে জড়িয়ে ধরেছিলেন রুবিয়ালেস। এরপর এরমোসোকে চুমুও দিয়েছেন।
তার বিরুদ্ধে এরই মধ্যে যৌন হয়রানির ও অনৈতিক চাপ দেওয়ার মামলা হয়েছে। এরমোসো অভিযোগ করেছেন, তাঁকে ও তাঁর পরিবারকে রুবিয়ালেস ও তাঁর লোকজন মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এ কারণে আদালাত এরমোসোর সঙ্গে যোগাযগ করা বা তার ২০০ মিটারের মধ্যে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন রুবিয়ালেসকে।
মামলার খরচ জোগাতে তাই মাদ্রিদের রোসালেসের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন রুবিয়ালেস। স্প্যানিশ সংবাদমাধ্য লা ভেনগার্দিয়া এমনটাই জানিয়েছেন। ১১ লাখ পাউন্ডে কিনলেও এই অ্যপার্টমেন্টের বর্তমান দাম এখন ১২ লাখ পাউন্ড (১৬ কোটি ৩১ লাখ টাকা)। অ্যাপার্টমেন্টে একটি প্রাইভেট পুল আছে, হোম সিনেমার ব্যবস্থাও আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post