ছোট কিংবা বড়, মৃত অথবা জীবিত, ইঁদুর ধরতে পারলেই মিলবে ৪১ হাজার টাকা। শুনতে অবাক লাগলেও এমন কাজ মিলছে ভারতের লক্ষ্ণৌ রেল স্টেশনে। স্টেশন পরিষ্কার রাখতেই এমন ঘোষণা দিয়েছে ভারতীয় রেল। খবর টাইমস অব ইন্ডিয়ার
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৬৮টি ইঁদুর ধরার জন্য লক্ষ্ণৌ রেল কর্তৃপক্ষ ৬৯ লাখ ৫০ হাজার টাকা খরচ করেছে। আর আম্বালা স্টেশনে ইঁদুর ধরার কাজে খরচ হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। তবে সেখানে কতগুলো ইঁদুর ধরা পড়েছে তা বলা হয়নি।
এ বিষয়টি ভাইরাল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেইসঙ্গে প্রশ্ন উঠেছে বাকি স্টেশনগুলোর পরিসংখ্যান ঠিক কী? কিন্তু রেলের পক্ষ থেকে ভারতের অন্যান্য স্টেশনের সাফাই অভিযানের খরচ সরাসরি জানানো হয়নি। তাদের দাবি, ময়মা ফেলা কিংবা ইঁদুর ধরার কাজে যা খরচ হয়েছে স্রেফ সেই হিসাব রয়েছে। ঠিক কতটা পরিমান ময়লা ফেলা হয়েছে, কিংবা কতগুলো ইঁদুর ধরা পড়েছে তার কোনও হিসাব নেই।
যদিও টাকার পরিমান প্রকাশ করতে চাননি দিল্লি কিংবা ফিরোজপুর স্টেশন কর্তৃপক্ষ। একইসঙ্গে লক্ষ্ণৌ স্টেশনে এই ইঁদুর ধরার কাজ কে করেছে সেই তথ্যও জানতে চেয়ে আবেদন করেছিলেন অনেকেই। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজের দায়িত্ব ছিল গোমতি নগরের এক সংস্থার। তারাই লাখ লাখ টাকার বিনিময়ে ইঁদুর ধরেছেন। সবমিলিয়ে এই ঘটনার জেরে বেশ চর্চায় উঠে এসেছে উত্তর ভারতের জনপ্রিয় স্টেশনটি। অনেকেই মনে করছেন, দেশের এইসব স্টেশনে ইঁদুর খোঁজার কাজ পেলেই, জীবন পাল্টে যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post