ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ ও মালামাল চুরির ঘটনা একটি নিয়মিত ঘটনা। এসব ঘটনা মাঝে মাঝেই খবরের শিরোনাম হয়। বিমানবন্দরের কর্মীরা এসব চুরির ঘটনায় বেশিরভাগই জড়িত থাকেন। এবার তেমনই যাত্রীর ব্যাগ চুরির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে। তবে সেই ঘটনা সরাসরি ধরা পড়েছে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায়। এতে বিমানবন্দরের দুই নিরাপত্তা কর্মকর্তা এখন বিচারের মুখোমুখি।
বিবিসির এক প্রতিবেদন মতে, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে প্রবেশ বা প্রস্থানকালে যাত্রীদেরকে তাদের লাগেজ বা মালামাল সিকিউরিটি চেকপয়েন্টে জমা দিতে হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো পরে যাত্রীদের কাছে ফেরত দেয়া হয়। কিন্তু সম্প্রতি মিয়ামি বিমানবন্দরে সিকিউরিটি চেকপয়েন্টে জমা দেয়া যাত্রীদের অনেক ব্যাগের মধ্যে একটি ব্যাগ থেকে নগদ বেশ কিছু ডলার হারিয়ে যায়।
এরপর বিমানবন্দরের ওই সিকিউরিটি চেকপয়েন্টের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, বিমানবন্দরের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দুই কর্মকর্তা ব্যাগের চেইন খুলে নগদ ডলার বের করে নিচ্ছেন। ফুটেজে স্পষ্ট দেখা যায়, সিকিউরিটি ইউনিফর্ম পরা এক নারী ত্রস্তে ট্রলারে থাকা ব্যাগের চেইন খুলে ডলার বের করে নিচ্ছেন। তার সামনে ট্রলারের বিপরীতে দাঁড়িয়ে এক পুরুষ নিরাপত্তা কর্মকর্তা। মূলত দুইজন মিলে চুরিটা করেছেন।
চলতি বছরের জুলাই মাসে বিমানবন্দরে এমন চুরির ঘটনায় ওই দুই কর্মকর্তাকে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে ‘বড় ধরনের’ চুরির অভিযোগ আনা হয়। তবে এভাবে যাত্রীর ব্যাগের চেইন খুলে ডলার চুরি করলেও তারা নিজেদেরকে ‘দোষী নয়’ বলে দাবি করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post