ওমানে জাতীয় করোনা এন্টিবডি জরিপের উপর নির্ভর করছে দেশটির স্কুল কলেজ, মসজিদ, পার্ক, সেলুন ও পার্লার খুলে দেওয়ার সিদ্ধান্ত। গতকাল (১২-জুলাই) টাইমস অব ওমানের সাথে একান্ত আলাপকালে এই কথা বলেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংক্রামক রোগ ও ইমিউনলজি সম্পর্কিত পরামর্শক ডাঃ আবদুল্লাহ। তিনি বলেন, এই জরিপের প্রধান লক্ষ্য হলো দেশটিতে কোন বয়সে করোনা সংক্রমণের হার বেশি তা নির্ণয় করা, পরীক্ষাগারে নিরীক্ষিত টেস্টগুলো পর্যবেক্ষণ করা, দেশের কোন স্তরে বেশি সংক্রমিত হয়েছে তার মাত্রা নির্ণয় করা ও লক্ষণ ছাড়াই সংক্রমণের হার এবং সংক্রমণের সংখ্যা অনুমান করা। এই রোগের মাত্রার উপর নির্ভর করে জীবনযাত্রার মান কীভাবে প্রভাবিত হয় তা নির্ধারণ করা ও মহামারী ছড়িয়ে পড়ার পর তার প্রভাবগুলি মূল্যায়ন হবে এই সমীক্ষার মূল লক্ষ্য।
ডাঃ আবদুল্লাহ বলেন, “এই জরিপের ফলাফলের উপর নির্ভর করছে ওমানের বেশকিছু সিদ্ধান্ত। যদি ফলাফল খারাপ হয় তাহলে হয়তো পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে। আর যদি ফলাফল ভালো হয়, তাহলে সবকিছু খোলার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। মূলত সকল কিছুই নির্ভর করছে জরিপের ফলাফলের উপর।”
উল্লেখ্য: গোটা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে করোনার এন্টিবডি জরিপ করছে ওমান। রবিবার (১২-জুলাই) থেকে সমগ্র ওমানেই চালু হয়েছে এই জরিপ কার্যক্রম। ১০ সপ্তাহের মধ্যে সমীক্ষাটি পুরো ওমানে পরিচালনা করা হবে বলে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। পর্যায়ক্রমে ওমানের প্রতিটি অঞ্চল থেকে ৩৮০ থেকে ৪০০ জনের নমুনা নেওয়া হবে এবং ৫০০০ করে মোট ২০,০০০ মানুষের উপর এই জরিপ চালাবে ওমান সরকার।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্ত প্রবাসীরা পাবেন ২০০ কোটি টাকার ঋণ
এই জরিপে অল্প কিছু বাংলাদেশী প্রবাসীর নাম আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং যে সকল প্রবাসীর নাম আসবে, তাদেরকে নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে রক্ত দিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বাংলাদেশী চিকিৎসক।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post