সামাজিক মাধ্যমে হঠাৎই সাধারণ এক যুবক ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন। কারণ খুঁজতে গিয়ে জানা গেল, মো. কাশিম নামে ওই যুবকের বাবা ফুটপাতে খাবার বিক্রি করেন। আর হাজারো অভাব-অনটন মোকাবিলা করে তারই ছেলে কাশিম নিয়োগ পেয়েছেন বিচারপতি হিসেবে। এমন অর্জনে তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সবাই।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে সড়কের পাশে হালিমের দোকান মো. কাশিমের বাবার। তবে অভাব বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বিচারক হওয়ার জন্য ইউপির প্রাদেশিক সিভিল সার্ভিস-জুডিশিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কাশিম।
গেল ৩০ আগস্ট ফল প্রকাশের পর জানা যায়, পিসিএস-জে পরীক্ষায় ১৩৫তম স্থান অর্জন করেছেন মো. কাশিম। তার বেশ কয়েকজন বন্ধুর মধ্যে যারা এরইমধ্যে বিচার বিভাগীয় চাকরিতে রয়েছেন, তার স্বাগত জানিয়েছেন কাশিমকে।
মো. কাসিম বিএ এলএলবি করেছেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এলএলএম সম্পন্ন করেন তিনি। সার্বিক বিষয় নিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল ব্যক্তিগত সাক্ষাৎকার। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি প্যানেল ছিল। জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আমার উদার দৃষ্টিভঙ্গির জন্য তারা সবাই খুশি ছিলেন।’
মো. কাসিম তার সফলতার কৃতিত্ব দিয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। এছাড়াও বলেছেন, ‘আমার মা পেছন থেকে সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। তিনি কোনো পরিস্থিতিতেই আমাকে স্কুল ছাড়তে দেননি।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post