নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওমান প্রবাসী স্বামী দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়ায় নিখোঁজ হন পারভীন আক্তার নামে এক গৃহবধূ। নিখোঁজের দু’দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত পারভীন আক্তার ঐ গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে এবং একই এলাকার ওমান প্রবাসী আবদুর রহিম সোহাগের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারভীন আক্তারের প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলে মানসিক সমস্যা দেখা দেয়। পরে প্রবাসী সোহাগের সঙ্গে বিয়ে হলেও অসুস্থতার কারণে বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি সোহাগ দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়ায় তার মানসিক সমস্যা বেড়ে যায়। শুক্রবার থেকে পারভীনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার দুপুরে বাড়ির পাশে ডোবায় পারভীন আক্তারের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশে এসে মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রনব চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ভাই রফিক উদ্দিন লিটন থানায় অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post