বিশ্বে একদিনে করোনা শনাক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শুক্রবার নতুন করে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ১০২ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিস্থিতি পর্যালোচনামূলক প্রতিবেদন উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘসময় ধরে লকডাউনের কবলে বিশ্বের বিভিন্ন দেশ। পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে দেশে দেশে। একদিকে লকডাউন শিথিল হচ্ছে অন্যদিকে এর প্রকোপও বাড়ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ জুলাই) নতুন রেকর্ড ছুঁয়েছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা।
চলতি মাসের শুরু থেকেই সংক্রমণের হার হঠাৎ বেড়েছে। জুলাইয়ের প্রথম ১১ দিনের মধ্যে সাতদিনেই নতুন রোগী শনাক্তের হার ২ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। আগের থেকে আরও দ্রুত বিস্তার ঘটাচ্ছে মহামারি এই ভাইরাস। তাই বিভিন্ন দেশের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের।
আরও পড়ুনঃ কিছুটা স্বস্তির আভাস মিলছে ওমানে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে এর উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে কয়েকটি দেশে। এরমধ্যে শীর্ষে আছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত। এছাড়া দক্ষিণ আফ্রিকাতেও সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে। ডব্লিউএইচও’র দেওয়া হিসাব অনুযায়ী, এতদিন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল গত ৪ জুলাই। ওইদিন বিশ্বজুড়ে সর্বোচ্চ ২ লাখ ১২ হাজার ৩২৬ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর তা আরও বাড়ছেই। তবে দৈনিক মৃত্যুর গড় হার পাঁচ হাজারের নিচে রয়েছে।
এদিকে বাতাসের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ানোর ‘প্রমাণ’ যে আসতে শুরু করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা স্বীকার করেছে অবশেষে। বাতাসের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ানোর প্রমাণ বাড়তে থাকার মধ্যেই শনাক্ত রোগীর সংখ্যা এ মাইলফলক ছাড়াল।
আরও দেখুনঃ প্রবাসীদের পক্ষে কঠোর হুঙ্কার দিলেন ভিপি নুর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post