ওমানে মহামারী আক্রান্ত হয়ে শুক্রবার একদিনেই ৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০১ জন। যাদের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৩০ জন। যাদের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালযয়ের দেওয়া তথু অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে শুক্রবার একদিনেই ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৪৪ জন। একই সাথে দেশটিতে গত সাত দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এমওএইচ জানিয়েছে যে, শুক্রবার (১০-জুলাই) দেশটিতে নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ৮৮৯ জন। যার মধ্যে এক হাজার ২৬৮ জন ওমানি ও ৬২১ জন প্রবাসী।
দেশটিতে করোনায় মোট মৃত্যুর ১২৭ জন ওমানি নাগরিক। যাদের মধ্যে ১২৬ জনের বয়স ১৫ থেকে ৬৯ বছর এবং ১৯৫ জন পুরুষ। মোট ২১৮ জন মৃত্যুর মধ্যে মাস্কাট রয়েছে শীর্ষে। এখানে মারা গিয়েছেন এখন পর্যন্ত ১৪৭ জন। এরপর দক্ষিণ বাতিনায় ৩৩ জন, উত্তর বাতিনায় ২৯ জন, আল দাখিলিয়ায় ১০ জন, দক্ষিণ আল শারকিয়াহতে ৯ জন, উত্তর শারকিয়াহতে ২ জন, ধোফারে ৬ জন, আল ধহিরাহতে এক জন ও বুরাইমিতে ৭ জন মারা গিয়েছে। জিসিসিতে ভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরবের মারা গেছেন দুই হাজার একশ, তারপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত ৩২৮, কুয়েত ৩৮৩, কাতার ১৪২ ও বাহরাইনে ১০৩ জন।
আরও পড়ুনঃ প্রবাসীদের বিষয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
শুক্রবার ওমানের মাস্কাটে নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৮৯২ জন, উত্তর আল বাতিনায় ১৮০ জন, দক্ষিণ আল বাতিনায় ৩১০ জন, ধোফারে ৮১ জন, আল ওস্তায় ২৫ জন, আল দাখিলিয়াতে ১৭২ জন, দক্ষিণ শারকিয়াহতে ৯৯ জন, উত্তর শারকিয়াহতে ৮৯ জন, আল বুরাইমিতে ১৯ জন, আল ধহিরাতে ২০ জন, মুসান্দমে দুই জন। এমওএইচ আরও জানিয়েছে যে, শুক্রবার দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন এক হাজার ২০৪ জন। এই সংক্রমণ রোধে সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব অনুসরণ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও দেখুনঃ প্রবাসীদের পক্ষে কঠোর হুঙ্কার দিলেন ভিপি নুর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post