আরব ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বলেছে যে, ওমান বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রকল্পের ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের সংখ্যা ২০১৯ সালে সাত শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ নম্বরে উঠেছে।
এই বছরের আরব দেশগুলিতে বিনিয়োগ বিষয়ক ৩৪ তম বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ২০০০ সালে ২ বিলিয়ন ৫৭৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২০১৯ সালে ৩১ বিলিয়ন ৩৩২ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে যে, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ প্রকল্পে আরব দেশগুলির শেয়ারের এক শতাংশ। উল্লেখ, ওমান আরব বিশ্বে পঞ্চম এবং বিশ্বব্যাপী ইজ অফ ডুয়িং বিজনেসের ক্ষেত্রে ১৮ তম স্থান অধিকার করেছে। সুত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post