ওমানে সাগরে ডুবে বাংলাদেশি দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ওমানের মাসকাটের জেবল সিফা সাগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরগাঁও পাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে আব্বাস হোসেন (১৮) ও আজাদ হোসেন (১৬)।
জানা গেছে, আব্বাস ও আজাদ দীর্ঘদিন ধরে সপরিবারে ওমানের হামিরিয়ায় থাকতেন। কয়েকমাস আগে তাদের বাবা মারা গেলে পরিবারের সবাই দেশে আসেন। সম্প্রতি মাকে রেখে আব্বাস ও আজাদ ওমান চলে যান। রোববার রাতে তারা দুই ভাইসহ ৫ বন্ধু মিলে জেবল সিফা সাগরে বেড়াতে যান। সবাই মিলে সাগরে নামলে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন দুই ভাই। রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার সকালে ওমান পুলিশের একটি দল তাদের মরদেহ উদ্ধার করে।
প্রবাসী দুই তরুণের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বর্তমান তাদের মরদেহ কুরুম রয়্যাল পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উল্লেখ্য, গত দুই সপ্তাহে উপজেলার ধর্মপুরে দুইজন, ফটিকছড়ি পৌরসভায় একজন এবং নাজিরহাট পৌরসভার তিনজনসহ মোট ৬ রেমিট্যান্স যোদ্ধা প্রবাসের মাটিতে অকাল মৃত্যুবরণ করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post