ওমানে অবৈধ ইমিগ্রেশনের দায়ে ১৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অবৈধভাবে ওমান ছাড়ার চেষ্টা করছিলেন। রোববার টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, উত্তর আল বাতিনায় কোস্ট গার্ড পুলিশ ১৫ এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তারা একটি নৌকায় করে দেশত্যাগের চেষ্টা করছিলেন। তাদের বহন করা ওই নৌকাটিকেও জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ওমানে অপরাধ কার্যক্রমে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। মাদক চোরাচালান, মাদক বিক্রি এবং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে প্রতিনিয়তই প্রবাসীদের গ্রেপ্তারের ঘটনা খবরে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, এই অপরাধ প্রবণতা না কমলে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি তাদের জন্য নতুন সংকট তৈরি করবে। গ্রেপ্তার প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post