বিয়ে করতে রাজি না হওয়ায় হাসান হাওলাদার নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার ঝালকাঠিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন প্রবাসী হাসানের চাচা খলিলুর রহমান। এ সময় প্রবাসী হাসান হাওলাদারের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
খলিল হাওলাদার বলেন, হাসান প্রবাসে থাকা অবস্থায় তার ফুপা নুর আলম ব্যবসার জন্য হাসানের কাছ থেকে প্রথম ধাপে চার লাখ টাকা, তারপরে দেশে আসার পরে আরও দেড় লাখ টাকা ধার নেয়। পরে হাসান টাকা ফেরত চাইলে টাকা না দেয়ার জন্য হাসানের পিছনে নুর আলমের মেয়ে মারিয়াকে লাগিয়ে দেয়।
এরপর গত ২৬ আগস্ট সন্ধ্যায় নুর আলম ও অজ্ঞাত ৫/৬ জন মিলে মারিয়া আক্তারকে প্রবাসী হাসানের বাড়িতে উঠিয়ে দেয় এবং বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। হাসানের পরিবার বিয়েতে রাজী না হলে একপর্যায়ে তারা ঘরের মধ্যে ভাঙচুর চালায়। এছাড়া হাসানের বৃদ্ধ মা ও ছোট বোনকে মারধর করে। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসার আগেই মেয়েকে হাসানের ঘরে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরের দিন এলাকাবাসীর চাপের মুখে মারিয়া আক্তার নিজ বাড়িতে চলে যেতে বাধ্য হয়।
সংবাদ সম্মেলনে নুর আলম ও তার সহযোগীদের হাত থেকে প্রবাসী হাসান ও তার পরিবারের রক্ষার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
আপনার মন্তব্য: