ওমানকে বিশ্বের পঞ্চম নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বৈশ্বিক অপরাধ সূচক অনুসারে, রাজধানী মাস্কাট সবচেয়ে কম অপরাধের হারের শহরগুলির মধ্যে একটি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ঘোষিত সুরক্ষা সূচকে মধ্যপ্রাচ্যের মধ্যে ৭৯.৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ওমান। কাতারে সূচক পয়েন্ট ৮৮.১০, তাইওয়ান ৮৮.৭৪, সংযুক্ত আরব আমিরাত ৮৪.৫৫ ও জর্জিয়া ৭৯.৫০। ক্রাইম ইনডেক্সের সুত্র অনুসারে বিশ্বের অপরাধ তালিকায় শহরের মধ্যে মাস্কাট বিশ্বের মধ্যে ২৩ নম্বরে অবস্থান করছে ও এশিয়ার মধ্যে ৯ম স্থানে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লুইইএফ) ২০১৯ সালে ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে ওমান ছিলো ১৪১ টি দেশের মধ্যে ৫৮। ২০১৫ সালের প্রতিবেদন অনুসারে, ওমান তার ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতায় ১৪০ টি দেশের মধ্যে ৬৫ স্থানে ছিলো। ২০১৬ সালে ১৩৬ টি দেশের মধ্যে ৬৬তম নম্বরে উন্নীত হয়েছে। ওমান তিনটি ফ্রন্টে তাদের উন্নয়ন সাধন করেছে। সেগুলো হলো সুরক্ষা (৬.৫), ব্যবসায়ের পরিবেশ (৫.৩), স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি (৫.৩), আইসিটিতে (৫.৩) ও পণ্যের দামের প্রতিযোগিতা (৫.৭)। ২০১৮ সালে সেরা দেশগুলির তালিকাভুক্ত করে ডব্লিউইএফ সূচক জানিয়েছে যে, ওমানকে তার নির্ভরযোগ্য পুলিশ বাহিনী র্যাঙ্কে পঞ্চম, হত্যাকাণ্ডের রোধের হার (১৯) এবং সন্ত্রাসবাদের কমানোর ঝুঁকিতে (৫)।
ওমান উপসাগরের তীরে অবস্থিত মাস্কাট ওমানের রাজধানী এবং গুরুত্বপূর্ণ বন্দর নগরী। রুক্ষ আল-হাজার পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরটি ওমান সালাতানাতের মাস্কাট প্রদেশের প্রাদেশিক রাজধানীও বটে। মাস্কাট শহরটি ওমানের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে আল-বাতিনা সমভূমি আর পূর্বে রয়েছে আশ-শারকিয়া অঞ্চল। মাস্কাট শহরটি মূলত ছোট ছোট বেশ কয়েকটি শহরের সমষ্টি। প্রাচীরঘেরা পুরনো এই মাস্কাট শহরে রয়েছে রাজপ্রাসাদসমূহ। এই ওমান সম্পর্কে জানতে আমাদের এই লিংকে ক্লিক করুন প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
আরও দেখুনঃ প্রবাসীদের পক্ষে কঠোর হুঙ্কার দিলেন ভিপি নুর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post