ময়মনসিংহের ভালুকার যুবকরা সৌদির খেজুর চাষে নিজেদের ভাগ্য বদলে স্বাবলম্বী হচ্ছেন যুবকদের একটি অংশ। এই জেলার মাটি খেজুর চাষের উপযোগী হওয়ায় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে খেজুর চাষ। দেশে সৌদি খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে। ভালুকায় ১০টি বাগানে বাণিজ্যিকভাবে খেজুরের চাষ ও চারা উৎপাদন হচ্ছে। দিন দিন ভালুকার পাড়াগাঁওয়ে খেজুরের চাষ বাড়ছে।
কয়েকটি খেজুরের বাগান ঘুরে দেখা যায়, ৩-৪ বিঘা জমিতে খেজুরের চাষ হচ্ছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলে আছে এই সুস্বাদু ফল। চাষিরা খেজুর চাষ করে মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করছেন। তারা প্রতি কেজি খেজুর ২-৩ হাজার টাকায় ও একেকটি চারা ৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করছেন।
কৃষি বিভাগের মতে, এই খেজুর চাষে বেকার যুবকরাই বেশি ঝুঁকছেন। তাদের আর্থিক সহায়তা করা হলে তারা খেজুর চাষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post