ওমানে কোভিড-১৯ মোকাবেলায় দেশটির সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের জন্য মাস্কাট অঞ্চলের বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে মাস্কাট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার মাস্কাট সিটি কর্পোরেশন অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানিয়েছে যে, স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারায় এবং সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের কারণে পৌরসভা বেশ কয়েকটি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পৌরসভা নিশ্চিত করেছে যে সুপ্রিম কমিটির সিদ্ধান্তগুলি কার্যকরভাবে প্রয়োগ করতে এবং সমাজের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে তারা এমন অভিযান অব্যাহত রাখবে। সুত্রঃ ওমান ডেইলি
উল্লেখ্য: ওমানে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৩০৮ জন। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১৫১৮ জন, যা গতকালের তুলনায় ৩০৮ জন বেশি শনাক্ত হয়েছে আজ। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে আজ, যা গতকালের তুলনায় ৬জন কম। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ১০১৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১০৬৮ জন ওমানি নাগরিক এবং বাকি ৪৫০ জন প্রবাসী। মোট আক্রান্ত ৫১,৭২৫ জন এবং সর্বমোট সুস্থ ৩৩,০২১। ওমানে মোট মৃত্যু ২৩৬ জন।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post