ওমানে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। গত এক সপ্তাহে ওমানের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬টি অভিযান পরিচালনা করেছে আরওপি। এসময় আন্তর্জাতিক মাদক চোরাচালানকারী চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল (৮-জুলাই) ওমানের কোস্টগার্ড পুলিশের সহযোগিতায় উত্তর আল বাতিনা পুলিশ সমুদ্রপথে অবৈধ চোরাচালানের সময় চারজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে এমন সংবাদ প্রচার করেছে দেশটির জাতীয় গণমাধ্যম ওমান ডেইলি।
পুলিশ জানিয়েছে, “চোরাচালানকারীদের উপর নজরদারি করেছিল এবং সৈকতে নামার সময় তাদের একজনকে গ্রেপ্তার করা হয়। যখন কোস্টগার্ডের নৌকাগুলি তাড়া করে তখন বাকিদের আটক করে কোস্টগার্ড। এই সময় চোরাচালানে ব্যবহৃত নৌকাটি আটক করা হয়। পুলিশ চোরাচালানকারীদের থেকে ১৪ কেজি মাদক দ্রব্য জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।”
আরওপি আরও জানিয়েছে যে, “মাদকদ্রব্য চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর নজরদারি রয়েছে রয়্যাল ওমান পুলিশের। দেশটিতে ১৪৪৪ টোলমুক্ত নম্বরে বা নিকটস্থ থানায় সন্দেহজনক মাদক ব্যবসায়ীদের সম্পর্কে জানাতে নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানিয়েছে।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post