ওমানিকরনের নতুন এক পরিকল্পনা করেছে ওমানের জনশক্তি মন্ত্রণালয়। বুধবার (৮-জুলাই) দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানের এক সংবাদে দেখা যায়, ওমানের জনশক্তি মন্ত্রণালয় সম্প্রতি বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে বেষ্ট পারফর্মিং ফার্ম (বিপিএফ) কার্ড ধারণ করে বেশ কয়েকটি নতুন প্রণোদনা ও সুযোগসুবিধা যুক্ত করেছে। ওমানে যেসব কোম্পানি ভালো পারফর্ম করবে, তাদেরকে ‘বেষ্ট পারফর্মিং ফার্ম (বিপিএফ)’ কার্ড প্রদান করা হবে। উক্ত কার্ড অর্জনকারী প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওমান সরকারের বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবেন এমনটাই জানানো হয়েছে জনশক্তি মন্ত্রণালয় থেকে।
জনশক্তি মন্ত্রণালয়ের ধারণা, এই উদ্যোগে ওমানে বেসরকারি খাতকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে এবং ওমানিকরনের একটি নতুন মাত্রা যুক্ত হবে। ফলো-আপ সাপোর্ট ইউনিট (তানফীদ) এর সহায়তায় জনশক্তি মন্ত্রণালয় এই নতুন প্রণোদনাটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রণোদনার প্যাকেজটি ২০২০ সালে ওমানের মোট ৪২০ টি কোম্পানিকে প্রদান করা হবে। তবে বিপিএফ কার্ড প্রাপ্তির জন্য পূর্বশর্তসমূহের একটি অন্যতম শর্ত হচ্ছে উক্ত কোম্পানিতে কতজন ওমানি নাগরিক কর্মরত রয়েছেন এটি আগে নিশ্চিত করতে হবে। এ ছাড়াও কোম্পানি তার শ্রমিকদের ন্যায্য অধিকার ঠিক মতো আদায় করে কিনা এবং ওমান সরকারের আইন কানুন কতটুকু মেনে চলে এইসব বিষয়ের উপর বিবেচনা করে ‘বেষ্ট পারফর্মিং ফার্ম (বিপিএফ)’ কার্ড প্রদান করা হবে।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post